সারাদেশ

ফতুল্লায় কারখানায় বিস্ফোরণে দগ্ধ ২

ফতুল্লায় একটি ডাইং কারখানার জেনারেটর রুমে পাইপ বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা দু’জনই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় জার্জিজ কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শ্রমিক মো. হায়দার (২৭) নরসিংপুর এলাকার হারুনের ছেলে এবং মো. মিলন (২৩) একই ইউনিয়নের ভোলাইল গেদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিনের ছেলে৷

হাসপাতালটির আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, হায়দারের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে৷ তার অবস্থা আশঙ্কাজনক৷ অপর শ্রমিক মিলনও ২০ শতাংশ দগ্ধ হয়েছেন৷ দু’জনকেই হাসপাতালে এইচডিইউ’তে স্থানান্তর করা হয়েছে৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ বলেন, কারখানার জেনারেটর কক্ষের পাইপলাইন দিয়ে গরম গ্যাস নির্গমন হয়৷ ওই পাইপে গ্যাসের তীব্র চাপ ছিল৷ গ্যাসের চাপ থেকেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক ধারণা করছি৷

বিস্ফোরণের ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কোন মামলা হয়নি বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম৷

Back to top button