রাজনীতি

নারায়ণগঞ্জে ইতিহাস সৃষ্টি করলেন গিয়াস ভাই : কাউন্সিলর দিনা

দীর্ঘ ১৯ বছর পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন বাংলাদেশের বিএনপির রাজনৈতিক ইতিহাসে উপমা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ও নাসিক কাউন্সিলর আয়শা আক্তার দিনা।

এমনকি জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিনের ডিসিপ্লিনে সুন্দর একটি সম্মেলন নারায়ণগঞ্জ বাসী দেখতে পেয়েছেন এমনটাই জানান তিনি।

শনিবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আবেগ আপ্লূত ধরে না রাখতে না পেরে এক স্ট্যাটাসে এমনটাই জানান আয়শা আক্তার দিনা।

দিনা তার স্ট্যাটাসে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা একজন বর্নাঢ্যময় রাজনৈতিক ব্যক্তিত্ব দেখিয়ে দিলেন আজ কিভাবে রাজনীতি করতে হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন গিয়াস ভাইকে প্রানঢালা অভিনন্দন। ২০০৬ এর পরে আবার সিদ্ধিরগঞ্জ সরগরম হলো। আপনিই সিদ্ধিরগঞ্জের গর্ব।

সঠিক ভাষা গুলো এই মুহুর্তে এলোমেলো হয়ে গেছে অতিরিক্ত আবেগে ভালোবাসায়। সবাইকে সন্মানিত করে সুন্দর একটি সার্থক সম্মেলন বহুবছর পর সবাই দেখলো এবং আপনার দ্বারাই তা সম্ভব। লুকিয়ে চোরের মত কমিটি করা দেখতে দেখতে যেনো ক্লান্ত হয়ে গিয়েছিলাম। সর্বশেষ ভালো লেগেছে রাজিব ভাই এর সেক্রিফাইজ আর রাজিব ভাইকে নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারের বক্তব্য আর আপনার বক্তব্য। রাজিব ভাইও আজ এক উদাহরণ সৃষ্টি করলো। আপনি বলেই এত ডিসিপ্লিন এত সুন্দর একটি সম্মেলন নারায়ণগঞ্জ বাসী দেখতে পেলো। আপনি বটবৃক্ষ তারপরেও কখনো কাউকে ছোট করে কথা বলতে দেখিনি। আপনার কাছ থেকে প্রতিনিয়ত রাজনীতি শিখে যাচ্ছি। আজকের এই নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন বাংলাদেশের বিএনপির রাজনৈতিক ইতিহাসে উপমা হয়ে থাকবে।

আমার অসুস্থতার জন্য আসতে পারি নাই। তীব্র বাসনা ছিলো সম্মেলনে আসবো কিন্তু শরীলের অসুস্হতা নামক যন্ত্রণাটা আমাকে এগুতে দিলোনা। এতদিন পর সিদ্ধিরগঞ্জে প্রানের সঞ্চার হলো। কিন্তু আমি আসতে পারলাম না তার হাহাকার হৃদয়ে রয়েই গেলো। ইনশাআল্লাহ আগামীতে রাজনীতি জমে উঠবে। দ্রুত সুস্থ হয়ে শুধু আপনার কর্মী হয়ে রাজপথে থাকব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, শনিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল এ বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মোহাম্মদ গিয়াস উদ্দিনকে সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

Back to top button