সারাদেশ

পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে যাদের বিজয়

পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে যাদের বিজয়

 

স্টাফ রিপোর্টার(Somoysokal) নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে যথাক্রমে ফলাফল ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ও পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনের রিটার্নিং অফিসার এ এস এম আবু তালেব জানান, পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট সাতজন অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য দুইজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে চারজন অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য একজন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতদের মধ্যে শাহ আলম সোহাগ-১০৮৯ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছে, সাইফউদ্দিন সাহিন- ৯৬১ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে, আনোয়ার হোসেন আনু-৮৯৩ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে ও আতিকুল ইসলাম খোকন-৮৭২ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করে অভিভাবক সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে অভিভাবক সদস্য হিসাবে নুরনাহার- ৯০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু’র নির্দেশে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল মামুন মিন্টু ভূইয়া, তাছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজেন্দ্র নাথ দত্ত সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মাধ্যমে সঠিক গণনার পরে এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পরবর্তী মুহূর্তে বিজয়ী প্রার্থীদের সমর্থকরা বিজয়ের উল্লাসে মেতে ওঠেন। এবং নির্বাচিত প্রার্থীরা সকল অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Back to top button