আইন-আদালত

এড.আব্দুল বারি ভুঁইয়ার উপর হামলার ৭ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী

এড.আব্দুল বারি ভুঁইয়ার উপর হামলার ৭ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বারী ভূইয়ার উপর হামলা মামলার সাত আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।

মঙ্গলবার(২২ আগস্ট) চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান এ আদেশ প্রদান করেন।

ওয়ারেন্ট প্রাপ্ত আসামিরা হলেন:নজরুল ইসলাম সরকার, আনোয়ার হোসেন, সাকিব ইসলাম সাকিব, রবিন ওরফে রবিউল ইসলাম, নাইম ওরফে সাজ্জাদ হোসেন, সানজিদ ওরফে রায়হান ইসলাম, ডালিয়া ওরফে নূসরাত জাহান। তারা সকলে ফতুল্লা থানার দক্ষিণ কায়েমপুর এলাকার বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বারী ভূইয়া গত ৩০/৬/২০২৩ইং তারিখ ভোরে মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন।এই সময় একই এলাকার আবু তাহের ও নজরুল ইসলাম সরকার সহ নয় আসামি ও আরও ২/৩জন এডভোকেট আব্দুল বারী ভূইয়ার উপর হামলা চালিয়ে আহত করে। এই ঘটনায় এডভোকেট আবদুল বারী ভূইয়া বাদী হয়ে এজাহার নামীয় ৯ জন এবং আরও ২/৩ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নং ৮৯,তারিখ ৩০/৬/২০২৩।এ মামলায় আসামি আবু তাহের ৩০/৬/২০২৩ইং গ্রেফতার হয়ে ১৪/৮/২০২৩ইং জেল হইতে বাহির হয়। নজরুল ইসলাম সরকার সহ বাকি ৭আসামী বিগত ১০/৭/২০২৩ ইং মহামান্য হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করিলে মহামান্য হাইকোর্ট জামিন না দিয়ে ছয় সপ্তাহের মধ্যে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্নসমর্পণের নির্দেশ দেন।আসামি গন মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে
আত্মসমর্পণ না করায় দায়িত্বরত অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান গত২১/৮/২০২৩ইং তারিখে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।অপর আসামি মিন্টু প্রথম হইতেই পলাতক।

Back to top button