সারাদেশ

জাইকার অর্থায়নে পানি প্রকল্পের রাস্তা পরিদর্শণে এমপি কায়সার

সোনারগাঁ উপজেলায় সনমান্দি ইউনিয়নের ফতেহপুর গ্রামে খুদ্র পানি প্রকল্পের জন্য রাস্তা পরিদর্শণ করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকালে স্মার্ট সোনারগাঁয়ের অংশ হিসেবে জাইকার অর্থায়নে ফতেহপুর গ্রামে ৩ কোটি টাকা ব্যয়ে পানি প্রকল্পের রাস্তা পরিদর্শণ বিভিন্ন পর্যায়ের রাজনীতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা ইঞ্জিনিয়ার, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ঠিকাদার, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কায়সার হাসনাত।

এ সময় কায়সার বলেন, এখানে রাস্তা ছিলো না। এই রাস্তাটি বরাদ্দ দেওয়ার জন্য আমি সিদ্বান্ত নিয়েছি। সে বরাদ্দটি কোথায় হচ্ছে, প্রকল্পটি কোথায় যাবে সেটা পরিদর্শণ করতে আসলাম। পরিদর্শণ করে নিশ্চিত হলাম এখানে একটি রাস্তা প্রয়োজন। জাইকার অর্থায়নে যেটা হচ্ছে এটা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি আমাদের বাকি যে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে সেটাও আমরা করতে পারবো। 

এসময় উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সদস্য শহিদ বাদশা ভূইয়া, সোনারগাঁ উপজেলা ইঞ্জিনিয়ার, সংশ্লিষ্ট ঠিকাদার ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

Back to top button