সারাদেশ

ছেলের বক্তব্যে কাঁদলেন বাবা

ছেলে মারুফুল ইসলাম ঝলক বর্ধিত সভায় ১৯৭৫ সালে আগষ্ট মাসে বাবার স্মৃতিচারণ করে বক্তব্যে কাঁদালেন সবাইকে এবং কাঁদলেন বাবা সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া। ছেলের বক্তব্যে বাবার এমন অশ্রু বিসর্জন সৃষ্টি হলো এক শোকাবহ পরিস্থিতির।

বুধবার (৯ আগষ্ট) শোক দিবস উপলক্ষে সোনারগাঁ আওয়ামী লীগের বর্ধিত সভায় ঝলক বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

মারুফুল ইসলাম ঝলক সোনারগাঁ আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য ও ‘নগদ’ এর নির্বাহী পরিচালক।

এদিন তাকে শোক দিবস উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় আমন্ত্রন জানান সোনারগাঁ আওয়ামী লীগ। বাবার সাথে প্রথম সারিতেই তাকে বসতে দেখা যায়। বক্তব্যে ছেলের মুখে নিজের বাবার সম্পর্কে প্রশংসা শুনে নীরবে চোখ মুছতে দেখা যায় শামসুল ভূইয়াকে।

বাবার ১৫ আগষ্টের কথা স্মৃতিচারণ করে ঝলক বলেন, ১৯৭৫ সালের ১০ অক্টোবর আমার বড় ভাই জন্মগ্রহণ করেছে। আমার মা যখন গর্ভবতী তখন ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হলো। আমার বাবা তখন ভারতের আগরতলায়। আমার বাবা কিন্তু আমার বড় ভাইয়ের মুখটা দেখতে পারে নাই। কারণ আমার বড় ভাই যখন দুনিয়াতে এসেছে তখন আমার বাবা ভারতে লুকাই ছিলেন।

ছেলের মুখে বাবার এমন স্মৃতিচারণ চোখের পানি ধরে রাখতে পারেননি বাবা শামসুল ভূইয়ার। এ সময় নীরবে তাকে চোখ মুছতে দেখা যায়।

Back to top button