সারাদেশ

হার্ডলাইনে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, ‘ডু অর ডাই’ বিএনপির

রাজনীতির মাঠে এখন আলোচনা ২৮ অক্টোবর। গত ১৮ অক্টোবর নতুন কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী দল বিএনপি। ২৮ অক্টোবর বিরোধী দল বিএনপি সরকার পতনের আন্দোলনে ‘মহাযাত্রা’ করবে। একইদিনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে সমাবেশ করবে আওয়ামী লীগ।

জনগনের জানমাল নিরাপত্তায় ওই দিনই ঢাকায় হার্ডলাইনে যাওয়ার চিন্তা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপির এ মহাযাত্রাকে সবোর্চ্চ গুরুত্ব হিসেবে নিয়েছে আওয়ামী লীগ।

এদিকে সমাবেশ উপলক্ষে রাজধানী লাগোয়া নারায়ণগঞ্জে গত ১৯ অক্টোবর প্রস্তুতি সভা করেছে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ব্যানারে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। উপস্থিত ছিলেন আরও মন্ত্রী গাজী, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘মিনিমাম ৩০ মিনিট মাঠে থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না। ওদের মনোবল ভেঙে দিতে হবে।

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, মাঠ আমাদের দখলে রাখতে হবে। আমরা মাঠ দখলে রেখেছিলাম বলেই ২০০৮ সালে ক্ষমতায় আসতে পেরেছিলাম। এবারও তাই করতে হবে।

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, ম্যাপ করে আমাদের দায়িত্ব দেন, বিএনপি আর কোনোদিন ঢাকায় প্রবেশ করতে পারবে না। ঢাকায় ঢুকবে কখন, গ্রাম থেকেই তো বের হতে পারবে না।

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ কায়সার হাসনাত বলেছেন, সমাবেশ সফল করতে সোনারগাঁ থেকে ১০ হাজার নেতাকর্মী নিয়ে আমরা সেদিন উপস্থিত থাকবো। যদি বিএনপি নৈরাজ্য করে আমরা রাজপথে তাদের দাঁতভাঙ্গা জবাব দিবো।

বিএনপির অভিযোগ, মহাসমাবেশসহ চূড়ান্ত ধাপের কর্মসূচি ঘিরে এরই মধ্যে নারায়ণগঞ্জে নেতাকর্মীদের গ্রেপ্তার করা শুরু হয়েছে। সামনে ধরপাকড়, মামলা আরও বাড়তে পারে। তাদের শঙ্কা, মাঠের আন্দোলন সংগঠিত করতে যেসব নেতা সক্রিয় ভূমিকা রাখেন, সামনে তাদেরও গ্রেপ্তার করা হবে। এ ছাড়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দিক থেকেও হামলা, বাধা ও পাল্টা কর্মসূচি আসতে পারে।

Back to top button