রাজনীতি

রূপগঞ্জে ৮ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) রূপগঞ্জে ৮টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি স্থগিত করা হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ। তিনি বলেন, রূপগঞ্জের যেই ৮টি ইউনিয়নে আহবায়ক কমিটি করা হয়েছে, তা স্থগিত করা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার রাতে রূপগঞ্জ থানার অধিনস্থ আটটি ইউনিয়নের আহবায়ক কমিটি করেন রূপগঞ্জ থানা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট হুমায়ুন ও সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু। কমিটি গঠনের ক্ষেত্রে তারা যুগ্ম আহবায়কদের মতামত নেয়নি। নিজেদের মত করে কমিটি সাজিয়েছেন। এতে যোগ্যতা সম্পন্ন অনেক নেতা বাদ পড়লেও উপযুক্ত নয় এমন অনেককেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগ উঠেছে, অনৈতিক সুবিধা গ্রহণ এবং স্বজনপ্রীতি করে রূপগঞ্জের ৮টি ইউনিয়নে কমিটি করা হয়েছিল। বিষয়টি প্রকাশ পাওয়ার পরই ওই ইউনিয়ন কমিটিগুলো স্থগিত করা হয়।

এদিকে, নারায়ণগঞ্জে বিএনপির ১০ ইউনিট কমিটি গঠনের শুরু থেকেই উত্থাপন হয়েছে একেরপর এক অভিযোগ। রূপগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চুর পদায়ন নিয়েও বিতর্ক রয়েছে। সেই বিতর্কের মধ্যেই ইউনিয়নের আহবায়ক কমিটি গঠনের ক্ষেত্রে নতুন বিতর্ক শুরু হয়েছে। তাই ৮টি ইউনিয়নের কমিটিই স্থগিত করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।

অন্যদিকে, কমিটি স্থগিত হলেও সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন রূপগঞ্জ থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। তিনি বলেন, আমরা ফরম বিতরণের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করেছি। স্থগিতের বিষয়ে কোন আদেশ এখনো আমি পাইনি।

Back to top button