রাজনীতি

বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে কঠোর অবস্থানে সোনারগাঁ আ.লীগ

বিএনপির তিনদিনের অবরোধের প্রথম দিন চলছে। তবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে কোথাও বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে সকাল থেকে এ পর্যন্ত মাঠে দেখা যায়নি।

তাদের এ অবরোধে সর্তক অবস্থানে রয়েছে সোনারগাঁ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার ভোর থেকেই সোনারগাঁ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুমের নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা কাঁচপুর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

সোনারগাঁ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত বলেছেন, তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত শান্তি সমাবেশ চলমান থাকবে। দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা কাঁচপুরে অবস্থান করছি। আমরা দেখেছি সোনারগাঁয়ের সাধারণ জনগন আজকে অবরোধ মানে নাই। জনগণের জানমাল যাতে নষ্ট না হয় সেদিকে আমরা সজাগ রয়েছি।

সোনারগাঁ আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেছেন, জনগন বিএনপিকে আর পচ্ছন্দ করে না। তারা অবরোধ আজকে মানে নাই। জনগণ আওয়ামী লীগের পাশে রয়েছে। বিএনপিকে আর ছাড় দেয়া হবে না।

মিছিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

 

 

 

Back to top button