সাবেক সংসদ এই রুপগঞ্জকে মাদকের আখড়া আর সন্ত্রাসী জনপদে পরিনিত করেছিল-খোকন
সাবেক সংসদ এই রুপগঞ্জকে মাদকের আখড়া আর সন্ত্রাসী জনপদে পরিনিত করেছিল-খোকন

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ এই রুপগঞ্জকে মাদকের আখড়া আর সন্ত্রাসী জনপদে পরিনিত করেছিল। এই ফ্যসিষ্টদের পতনের কারণে সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিচরন করছে।
মঙ্গলবার ( ১৮ মার্চ ) রুপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ সংলগ্ন এলাকায় আয়াজিত ইফতার মাহফিলে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, অতীতে আমাদের যে সকল রাজপথের যােদ্ধারা আন্দালন সংগ্রাম করতে গিয়ে আহত-নিহত হয়েছেন তাদের খােজখবর রাখা আমাদের দ্বায়ীত্ব, তাছাড়া আশেপাশের অসহায় মানুষের খোঁজখবরও নিন।
ইফতার মাহফিলে উপস্থিতি সকলের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের প্রীয় নবী রাসূল (সাঃ) এর আদর্শের পথে জীবন পরিচালনা করতে হবে। কারণ ওনার জীবনী পুরােটাই কোরআনের আদলে। তাহলে সমাজে অপরাধ প্রবনতা কমে সুখ সমৃদ্ধি ছড়িয়ে পরবে সবার মাঝে। আপনারা সবাই বেগম খালেদা জিয়ার
রােগমুক্তি কামনায়, জিয়াউর রহমান এবং আরাফাত রহমান ককোর রুহের মাগফিরাত কামনায় ও দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া করবেন।