রাজনীতি

সাদরিল কেন এমপি হতে চান

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্ম্দ গিয়াসউদ্দিনের ছেলে গোলাম মুহাম্মদ সাদরিল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের ভোটে নির্বাচিত দুইবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জ-৫ (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) আসনে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

নতুন সীমানা অনুযায়ী, নারায়ণগঞ্জ-৫ আসন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ড নিয়ে গঠিত। এর মধ্যে ১ থেকে ১০ ওয়ার্ড সিদ্বিরগঞ্জে অন্তভুক্ত। বিগত সময়ে এ ১০টি ওয়ার্ডসহ ২৭টি ওয়ার্ডের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। এবার এ আসনের জনগণ নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে নারায়ণগঞ্জ-৫ আসনে গোলাম মুহাম্মদ সাদরিলকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন। 

দল থেকে মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী সাবেক এমপির এ পুত্র। যদি দল থেকে তাকে মনোনিত করা হয় তাহলে জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের অঙ্ক কষে রেখেছেন তিনি। তবে জনগণের জন্য কি করবেন এ বিষয়ে কথা বলেছেন গোলাম মুহাম্মদ সাদরিল।

সম্প্রতি গনমাধ্যমে এক সাক্ষাৎকারে সাদরিল বলেন, আমি ইতিমধ্যে ঘোষনা দিয়েছি ৫ আসনে এমপি নির্বাচন করবো। আমি জনগণের ভোটে সিটি করপোরেশনের দুইবার কাউন্সিলর হয়েছি। এই নির্বাচনের মূল উদ্দেশ্য হবে আমার জনগণের সেবা করা। বন্দরবাসীর সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। ৫ আসনে নির্বাচন করতে আমাকে তেমন বেগ পোহাতে হবে না।

সাদরিল আরও বলেন, আমি জনগণের কাছে যাবো এবং জনগণের কষ্টের কথাগুলো শুনবো। যদি দল আমাকে মনোনিত করে তাহলে আমার প্রথম কাজ হবে নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত করা। এরপর মাদকের হাত থেকে যুব সমাজকে মুক্ত করবো। আপনারা জানেন সিদ্বিরগঞ্জের ডিএনডিবাসী এখনো জলাবদ্ধতায় ভুগে।সেই জলাবদ্ধতা কিভাবে নিরসণ করা যায় সে বিষয়ে কাজ করবো। 

জানা যায়, গোলাম মুহাম্মদ সাদরিল বর্তমানে যুব সমাজের আইকন। ফ্যাসিস্ট হাসিনার সরকারের হামলা মামলা ছাড়া কোনো অভিযোগ নেই সাদরিলের। বাবা বিগত সময়ে জেলা বিএনপির সভাপতি ছিলেন। বাবার ক্ষমতা ব্যবহার করে করেননি চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম। বর্তমানে নেতাকর্মীদের ভালোবাসা তার প্রতি বেড়েছে দিগুন। ৫ আসনে বিএনপির আগামী দিনের কান্ডারি হিসেবে নেতাকর্মীরা এখন সাদরিলের উপরই ভরসা রাখতে চান। 

সাদরিল বর্তমানে  বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সহ সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। 

 

Leave a Reply

Back to top button