রাজনীতি
সমাবেশে শাহীন ও রিফাতের নেতৃত্বে জেলা কৃষকদলের শোডাউন
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত বিএনপির ডাকা গণসমাবেশ যোগদান করে নারায়ণগঞ্জ জেলা কৃষকদল।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় জেলা কৃষকদলের আহবায়ক ড. শাহীন ও সদস্য সচিব কায়সার রিফাতের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগদান করে।
এদিকে সমাবেশ সফল করতে সকাল থেকে বাসযোগে কৃষকদলের নেতাকর্মীরা পল্টনে এসে জড়ো হতে থাকে। পরে জেলা কৃষকদলের আহবায়ক ড. শাহীন ও সদস্য সচিব কায়সার রিফাতের নেতৃত্বে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে ঢাকার রাজপথ।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য রাখেন।