রাজনীতি

মাসদাইরে সন্ত্রাসী-কিশোর গ্যাং-মাদকাসক্ত থাকবে না: রনি

‘গিয়াসউদ্দিন ফ্রিডম ফাইটার’ মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, তিনি বীর মুক্তিযোদ্ধা। তিনি সাধারণ কোনো মানুষ নয়। ২০২৪ সালের ৫ আগষ্ট দেশনায়ক তারেক রহমান তাকে দায়িত্ব দিয়েছিলো যুদ্ধ করার জন্য। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আমরা মাঠে ছিলাম। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে সন্ত্রাস, লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি ও অপকর্মের বিরুদ্ধে বিশাল জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

‘আমরা নারায়ণগঞ্জের লোকাল সন্তান’ উল্লেখ করে রনি বলেন, এ মাসদাইরের মানুষকে কিছু অসাধু ও দুষ্কৃতকারী সন্ত্রাস চাঁদাবাজের আখড়া করে তাদের মাথায় কাঠাল রেখে একটা একটা কোষ খেয়ে বিচি আপনাদের দিয়ে গেছে। আমরা নারায়ণগঞ্জের মানুষ; নারায়ণগঞ্জের সন্তান। আমরা কাউকে ভয় পায় না। এখানে হাজার হাজর মানুষ এসেছে। কাউকে ধমক দিয়ে, টাকা দিয়ে আনা হয়নি। বিগত সময়ে ধমক দিয়ে, টাকা দিয়ে মানুষকে জোর করে সমাবেশগুলোতে নিয়ে যাওয়া হতো। সেদিন আর নেই। 

রনি আরও বলেন, গিয়াসউদ্দিন সাহেব যতবার ডাক দিয়েছেন বুক উচু করে নারায়ণগঞ্জের মাটিতে রাজনীতি করেছি। আমি নিজেও গুমের শিকার হয়েছি। আমাদের সভাপতি গিয়াসউদ্দিন সাহেবও নিজেও নির্যাতনের শিকার। তার সন্তানেরাও নির্যাতিত। একাধিকবার প্রশাসন ছাত্রলীগ দিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিলো। এমনিতে শরীরের রক্ত টগবগ টগবগ করে। যখন গিয়াসউদ্দিন সাহেব নির্দেশ দেয় তখন আর কোনোকিছু ভালো লাগে না। রাজপথ থেকে তারেক রহমানের নেতৃত্বে গিয়াসউদ্দিন সাহেবের নির্দেশ পালন করার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি। 

মাসদাইরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এতোদিন অন্ধকারে ছিলেন। এখন আলোতে এসেছেন। এখন আপনারা সব পরিষ্কার দেখবেন। কোন জোর জুলুম আর চলবে না। মাসদাইরে সন্ত্রাসী কর্মকান্ড হবে না। কিশোর গ্যাং-মাদকাসক্ত কেউ থাকবে না।

এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. মাহমুদুল হক আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খোন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল বারী বারী ভূইয়া, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সঞ্চালনায় ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। 

 

Back to top button