রাজনীতি

বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি গিয়াস, সেক্রেটারি পদে লড়বেন খোকন রাজিব

নারায়ণগঞ্জে জেলা বিএনপির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন। সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় এককভাবে সভাপতি হন মুহাম্মদ গিয়াসউদ্দিন।

মঙ্গলবার (১৩ জুন) ঘোষিত তফসিল অনুযায়ী সকালে তার পক্ষে মনোনয়ন ক্রয় করেন নেতৃবৃন্দ। পরে বিকালে তার পক্ষে মনোনয়ন জমা দেয়া হয়।

একই সাথে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র কিনেছেন বর্তমান সদস্য সচিব গোলাম ফারুক খোকন ও যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব।তারা দুজনেই মনোনয়ন জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট জাহিদুল হাসান মুক্তা।

এর আগে সোমবার (১২ জুন) রাতে তফসিল ঘোষনা করেন রিটার্নিং অফিসার অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

নির্বাচনী তফসিলে জানানো হয়, মনোনয়ন ফরম বিক্রি হবে ১৩ জুন সকাল ১০টা থেকে বিকাল ৩টা। জমা নেয়া হবে বিকাল ৪টা থেকে রাত ৮টা। মনোনয়ন ফরম যাচাই বাছাই হবে ১৪ জুন বিকাল ৫টায়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৪ জুন সকাল ১০টা থেকে বিকাল ৩টা। সম্মেলনের ভোট গ্রহনের তারিখ ১৭ জুন সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে ১ হাজার ১০ জনের চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

Back to top button