সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে না’গঞ্জে ঐক্য পরিষদের নগদ অর্থ বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে না'গঞ্জে ঐক্য পরিষদের নগদ অর্থ বিতরণ

 

স্টাফ রি‌পোর্টার:(Somoysokal) শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ।

শুক্রবার (২০অক্টোবর) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ মহানগরের শীতলক্ষ্যা শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গনে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে ও মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি এড. অঞ্জন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো: কামরুল হাসান মুন্না, শীতলক্ষ্যা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র পাল, শীতলক্ষ্যা সার্বজনীন পূজা কমিটির সভাপতি কমলেশ চন্দ্র সাহা।

আরো উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, যুগ্ম সাধারন সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, কোষাধ্যক্ষ পিন্টু রায়, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি বিকাশ সাহা, বিপ্লব ঘোষ মনা, আগষ্টিন গোলদার, সাংগঠনিক সম্পাদক অরুন দেবনাথ, বিপ্লব কুন্ডু, সহ সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, অজয় সূত্রধর, যুব বিষয়ক সম্পাদক সুব্রত সাহা, প্রকাশনা সম্পাদক সত্যরঞ্জন দেবনাথ, মহানগে নেতা গোবিন্দ সাহা, ১৪ নং ওয়ার্ড সভাপতি পংকজ রায়, সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, বন্দর যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষসহ নেতৃবৃন্দ।

এখানে উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ মহানগরের ৩৫০ জন অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়। অনুষ্ঠান শে‌ষে উপ‌স্থিত নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ মহানগরের ২৪ টি দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্দিরগুলোর খোঁজখবর নেন।

উল্লেখ‌্য, গত বুধবার (১৮ অ‌ক্টোবর) সোনারগা‌য়ের কা‌বিলগঞ্জ ও বন্দ‌রের জিউধারায় ১৫০ জন অসহায় মানু‌ষের মা‌ঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।

Back to top button