শালীর সাথে পরকীয়ায় স্ত্রীকে হত্যা : ২ বছর পর স্বামী গ্রেপ্তার

ফতুল্লায় আলোচিত গৃহবধূ সুমা আক্তার (৩০) হত্যাকাণ্ডের প্রধান আসামী স্বামী শহীদুল্লাহ (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে কাঠেরপুল কুতুবআইল এলাকায় পিবিআই নারায়ণগঞ্জ জেলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. রিয়াজ উদ্দিন রনি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে যে তার শ্যালিকা সোহানার সাথে পরকীয়া সম্পর্কের কারণে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে পূর্বপরিকল্পিতভাবে ধারালো বটি দিয়ে স্ত্রী সুমাকে হত্যা করে।
পিবিআই আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামী শহীদুল্লাহকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। সেখানে তিনি তার স্ত্রী সুমা আক্তারকে পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যা করেছেন মর্মে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর ২০২৩ সালে দুপুর ১২টায় ফতুল্লা কাঠেরপুল কুতুবআইল এলাকার আনিসুর রহমান বোসুর টিনশেড বাড়িতে ভাড়াটিয়া বাসায় গৃহবধূ সুমা আক্তারকে (৩০) পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের বোন মোছাঃ সাজেদা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৪ সালের আগস্ট মাসে মামলাটি পিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়।