কর্মফলে মান্নানে বাধা নেই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৬ জুলাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে থাকা উপস্থিত নেতারা বলছেন, তারেক রহমান তার বক্তব্যে যে ইঙ্গিত দিয়েছেন তাতে ধারণা করা হচ্ছে, নারায়ণগঞ্জ এর ৫টি আসনের মধ্যে ১-২-৩ আসনে তিন হেভিওয়েট প্রার্থী গ্রিন সিগন্যাল পেয়েছেন, বাকি ২টি আসনে রদবদল হতে পারে।
গ্রিন সিগন্যাল পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসন থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, নারায়ণগঞ্জ-২ আসন থেকে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও নারায়ণগঞ্জ-৩ আসন থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান সাহেব বক্তব্যে বলেছেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে ও নেতাকর্মীদের মনোবল বাড়াতে যারা রাজপথে ছিলেন তাদের দিয়ে আগামী সংসদ সদস্য নির্বাচন করানো হবে বলে ইঙ্গিত দেন।
সোনারগাঁয়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বিএনপির দু:সময়ে সোনারগাঁ বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোকে একত্র করে এক ছাতার নিচে ধরে রেখেছেন আজহারুল ইসলাম মান্নান। বিগত জুলাই আন্দোলন সহ পূর্ববর্তী আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে রাজপথে নেমে পড়তেন এবং আন্দোলন-সংগ্রাম সফল করতেন। এ সকল কর্মসূচি পালন করতে গিয়ে বিগত সময়ে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছিলেন আজহারুল ইসলাম মান্নান ও তার ছেলে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব। বেশ একাধিকবার মামলার আসামি হয়ে জেলও খেটেছেন মান্নান। এমনকি আওয়ামী লীগের রোষানলে পড়ে বিভিন্ন সভা সমাবেশের আগে তার বাড়িতে পুলিশ সদস্যরা তল্লাশি চালায় তাকে গ্রেফতার করতে। বর্তমানে নেতাকর্মীদের ভালোবাসা তার প্রতি বেড়েছে দিগুন। সোনারগাঁ বিএনপির আগামী দিনের কান্ডারি হিসেবে নেতাকর্মীরা এখন মান্নানের উপরই ভরসা রাখতে চান।