আমি শামীম ওসমানের ভক্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
স্টাফ রিপোর্টার (Somoysokal) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমার বড় ভাই এমপি শামীম ওসমান আমাকে বলেন ভাই পলক সারা দেশে তুমি কতো কাজ করছো না’গঞ্জে আমার জন্য কিছু করবেনা? আমি আসলে প্রতিমন্ত্রী বা ছোট্ট ভাই হিসাবে না এটা করছি আমার শৈশব কৈশোবের স্বপ্ন এবং যাকে অনুসরণ করি একপ্রকার আমি শামীম ওসমানের ভক্ত তাই শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ (হাইটেক পার্ক) নারায়ণগঞ্জে করছি। এটা শুধু নারায়ণগঞ্জে না সারা দেশেই হওয়ার কথা কিন্তু সব জেলায় তো শামীম ওসমান নাই যে এতো বড় জায়গা দিয়ে খুব দ্রুত গতিতে কাজ করিয়ে নিবে।
নারায়ণগঞ্জে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ (হাইটেক পার্ক) এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (২৪ এপ্রিল) বিকেলের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নম পার্কে নারায়ণগঞ্জে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ (হাইটেক পার্ক) এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘উনিশ শতকে উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে নারায়ণগঞ্জ নগর পাট ব্যবসার জন্য বিখ্যাত হয়ে ওঠে। নারায়ণগঞ্জ ‘প্রাচ্যের ড্যান্ডি’ হিসেবে পরিচিতি পায় এবং ১৯৫০ সালে বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী প্রতিষ্ঠিত হয়। আমি বিশ্বাস করি, এই শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে দক্ষ জনশক্তি ও বড় বড় আইটি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার মাধ্যমে নারায়ণগঞ্জ এবার ‘প্রাচ্যের সিলিকন ভ্যালি’ হিসেবে গড়ে উঠবে।’
তিনি বলেন, ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে যেন ব্যাপক পরিসরে কাজ করতে পারেন সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় হাইটেক পার্ক স্থাপনের কাজও সমান্তরালে চলমান রয়েছে।’
তিনি আরো বলেন, ‘করোনায় যখন সারা বিশ্বের বিভিন্ন দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে, আমাদের পার্শবর্তী শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, সেই মুহূর্তে বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি দ্রæতগতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। অনেকে বলেন শ্রীলঙ্কাকে দেখে আমরা যেন সাবধান হই। শ্রীলঙ্কায় শেখ হাসিনার মত সাহসী সৎ নেতৃত্ব নেই বলে আজ তাদের এই অবস্থা।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) ডা. বিকর্ণ কুমার ঘোষ।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১ জেলা) প্রকল্পের পরিচালক এ কে এম আব্দুল্লাহ খান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।