রাজনীতি

সন্ত্রাস মাদকমুক্ত নারায়ণগঞ্জ গঠনে এসপির জিরো টলারেন্স: খোকন

এসপির সাথে আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে। নারায়ণগঞ্জে মাদকের সমস্যা আছে, এখান থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। বিগত সময়ে যেসব সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যকলাপ করেছে এবং এখন যে অনুপ্রবেশকারীরা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে ৩ সেপ্টেম্বর আইন শৃঙ্খলা সংক্রান্ত মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক ওই কথা বলেন।

খোকন আরও বলেন, জেলা পুলিশ সুপার নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখার জন্য আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি উনাকে সহযোগিতা করবো। উনি বলে দিয়েছেন মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স। 

এসময় তার পাশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ রুপগঞ্জ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Back to top button