জাতীয়রাজনীতি

বিএনপি থেকে মনোনয়ন পেতে চায় এমন সবাইকে স্বাগত জানাইঃ গিয়াসউদ্দিন

সময় সকালঃ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, এই সারা এলাকায় এমপি হওয়ার প্রত্যাশা রাখে এবং আমার দল বিএনপি থেকে মনোনয়ন পেতে চায় এমন সবাইকে আমি স্বাগত জানাই। কারণ তারা আন্দোল সংগ্রাম করেছেন, আর এখন তারা নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। আমি তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই। নির্বাচনে যে ই মনোনয়ন পাক আমরা ধানের শীষের পক্ষে কাজ করবো। কিন্তু এর আগে কোন গ্রুপিং করবেন না। উল্টো আর চেষ্টা করবেন আমার দলের ক্যান্ডিডেটের সংখ্যা বেড়ে যাক, হোক সেটা কাউন্সিলর মেয়র বা পার্লামেন্টের মেম্বার। এভাবেই দল এগিয়ে গেলেই আপনি আমি গর্ব করতে পারবো আমাদের নিয়ে। নারায়ণগঞ্জের প্রত্যেকটি এলাকায় মনোনয়নের জন্য বিভাজন শুরু হয়েছে। আমরা চাই আপনারা এগুলো পরিহার করুন। আল্লাহ না চাইলে আপনি কখনো জিততে পারবেন না।

Back to top button