‘বিএনপির নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা’
নারায়ণগঞ্জে চাঁদাবাজ মাস্তান থাকবে না। কোনো চাঁদাবাজি চলবে না। না পরিবহণে, না ক্ষুদ্র কোনো ব্যবসায়ী বা ফুটপাতে যারা চাকরি করে-ব্যবসা করে তাদের জন্য সম্পূর্ন চাঁদামুক্ত নারায়ণগঞ্জ জেলা থাকবে। যদি কেউ চাঁদাবাজি করতে আসে আপনারা আমাদের জানাবেন। আমরা আইনের মাধ্যমে তাদের ব্যবস্থা নিবো। আমাদের পরিচয়েও যদি কেউ আসে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিবো।
শুক্রবার (২২ আগষ্ট) সকালে সিদ্বিরগঞ্জের চিটাগাংরোডে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ওই কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, ডি,এই,বাবুল, এস,এম,আসলাম, যুগ্ম-সম্পাদক আবুল হোসেনসহ প্রমূখ।