সারাদেশ

প্রসূতি মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন আজাদ ও রাকিব

খুদেজা আক্তার নামে এক প্রসূতিকে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যান স্বামী। বারবার ফোন করা হলে কল করেননি রিসিভ। এমতাবস্থায় চরম বিপাকে পড়েন ওই প্রসুতি। 

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আড়াইহাজার হেল্পলাইনে এ বিষয়ে একটি পোস্ট প্রকাশিত হয়।

সেখানে বলা হয়, বালুয়াকান্দির এক লোক তার গর্ভবতী স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে চলে যায়। পরবর্তী সময়ে মহিলার স্বামীকে অনেকবার ফোন করা হলেও ফোন রিসিভ করেনি। এরই মধ্যে ওই মহিলা ফুটফুটে একটা ছেলে সন্তান জন্ম দেন। কিন্তু হাসপাতালের বিল নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় ওই অসহায় স্ত্রী। 

বিষয়টি নজরে পড়ে নজরুল ইসলাম আজাদের ছোটো ভাই বিশিষ্ট ব্যাবসায়ী এবং সমাজ সেবক রাকিবুল ইসলাম রাকিবের। সাথে সাথে নজরুল ইসলাম আজাদ ওই গর্ভবতী মায়ের সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করেন এবং সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের পক্ষে বিএনপি নেতা আব্বাস আলি ও ছাত্রদল নেতা ইসমাইল হোসেন অপু হাসপাতালে গিয়ে অনুদানের টাকা তুলে দেন।

Back to top button