রাজনীতিসারাদেশ

ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে জন সমাবেশ 

ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে জন সমাবেশ 

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসমাবেশ করা হয়েছে। জন সমাবেশে ফতুল্লা থানার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বিশাল বিশাল শোডাউন দিয়ে যোগদান করেছেন।

 

শনিবার (৩০ নভেম্বর) বিকালে কোর্ট সংলগ্ন তল্লা এলাকায় ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশ করা হয়। এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন।

 

সমাবেশে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাইনুল হোসেন রতন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব কায়সার রিফাত, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, জাতীয়দাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিএম সাদরিলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গিয়াসউদ্দিন বলেন, হিন্দু ধর্মীয়দের ব্যবহার করে বাংলাদেশের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির চেষ্টা চলছে। ইসকন নামে একটি সন্ত্রাসী সংগঠন দিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার আবার জাতির উপর সে চেষ্টা চলছে। স্বৈরাচারী সরকার পুলিশ বাহিনীকে নিজের বাহিনী বানিয়েছিল। নিরস্ত্র মানুষদের বিরুদ্ধে তাদের লেলিয়ে দিয়েছিল। আমরা এই আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে বৈপ্লবিক সরকার প্রতিষ্ঠা করেছি। অনেক পুলিশ পালিয়ে গিয়েছে। অনেকে জেল খাটছেন, অনেকে চাকরিতে যোগদান করছে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সে উন্নয়ন হচ্ছে না। আইন-শৃঙ্খলা বাহিনীতে সহযোগিতা দেওয়া এখন আমাদের দায়িত্ব। তাদের সহযোগিতা না করলে দুর্বল প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা সম্ভব নয়। ষড়যন্ত্রকারীরা এই সুযোগটা নিয়ে নৈরাজ্য সৃষ্টি করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য গুরুত্ব সহকারে কাজ করতে হবে।

 

তিনি আরও বলেন, স্বৈরাচার সরকার ষোল বছর মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। অনেক মায়ের বুক খালি করেছে। রাজপথ রক্তে রঞ্জিত করেছে। অনেক মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে মানুষদের কষ্ট দিয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাজপথে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মানুষের উপর গুলি চালিয়েছে। নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের গডফাদার তার লোকজনদের নিয়ে সশস্ত্রভাবে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে। এগুলোর পরিষ্কার দলিল-দস্তাবেজ আছে, সাক্ষি আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অন্যতম দাবি, যারা এই অন্যায় অত্যাচার করেছে, মানবতাবিরোধী অন্যায় করেছে তাদের আইনের হাতে সোপর্দ করে শাস্তির ব্যবস্থা করতে হবে। মানুষের আরেকটি দাবি হচ্ছে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

Back to top button