সারাদেশ

বহিরাগতদের দিয়ে শো-অফ করতে দেয়া হবে না : অ্যাড. জুয়েল

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বলেছেন, আদালতে কেউ বাইরের লোক নিয়ে কোনো আইনজীবী এখন পযর্ন্থ কর্মসূুচি করেনি। কিন্তু উনি (অ্যাড. নয়ন) বাইরের থেকে মহিলা নিয়ে এসেছেন। বাইরের থেকে মহিলা কোখা থেকে আসলো জানি না। সম্ভবত নিজেকে শো অফ করার জন্য উনি এরকম করেছেন। আইনজীবীদের অনুষ্ঠান হলে আইনজীবীরা থাকতো কিন্তু আইনজীবী নাই।একটু পাবলিসিটি বা মিডিয়ায় বড় নেতা হতে উনি এমনটা করেছেন। আমরা শুধু আইনজীবীদের পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করেছি। সুতরাং সে যেই হোক বাইরের লোকজন দিয়ে শো অফ করতে দেওয়া হবে না।

রোববার (১০ ডিসেম্বর) আদালতপাড়ায় বিএনপির অনুষ্ঠান বাঁধা দেয়ার প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি এসব কথা বলেন।

জানা যায়, সকাল ১১টায় নারায়ণগঞ্জ আদালতপাড়ায় ১০ ডিসেম্বর আন্তজার্তক মানবাধিকার দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও মামুনুল হকের আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন।

মানববন্ধন শুরু হওয়ার কিছুক্ষণ পর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসীন মিয়া কয়েকজন আইনজীবীকে সাথে নিয়ে বাধা দেন ও ব্যানার কেড়ে নেন। পরে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের বাঁধায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

Back to top button