স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম টিটু’র মা দুনিয়ায় মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন, (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)। তার মৃত্যু’তে ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর গভীর শোক প্রকাশ করছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বিএনপি নেতা টিটুর মায়ের মৃত্যুর খবর পেয়ে এক শোক বার্তার মাধ্যমে তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় বিএনপি নেতা নজরুল ইসলাম মাতবর আরও জানান, বিএনপি নেতা টিটুর মা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)। টিটুর মা মৃত্যুকালে স্বামী মো. শফি মিয়া, চার ছেলে সন্তান ও এক কন্যা সন্তান, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। তিনি একজন দ্বীনদার পরহেজগার নামাজি ব্যক্তি ছিলেন। তার মৃত্যু’তে পরিবারের সকল সদস্য গভীরভাবে শোকাহত হয়েছে। সকলের কাছে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকা মগবাজার ইনসাফ আল বারাকা হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন বিএনপি নেতা টিটুর মা।