বিবিধসারাদেশ

বিএনপি নেতা পান্না মোল্লার ভাইয়ের মৃত্যু’তে ছাত্রদল নেতা কাজী নাজমুলের শোক প্রকাশ 

বিএনপি নেতা পান্না মোল্লার ভাইয়ের মৃত্যু'তে ছাত্রদল নেতা কাজী নাজমুলের শোক প্রকাশ 

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. পান্না মোল্লার বড় ভাইয় মো. তোফাজ্জল মোল্লা দুনিয়ায় মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন, (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)। তার মৃত্যু’তে গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী নাজমুল।

 

রবিবার (৮ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা পান্না মোল্লার বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে এক শোক বার্তার মাধ্যমে তিনি এ শোক প্রকাশ করেন।

 

শোক বার্তায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী নাজমুল জানান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. পান্না মোল্লা ভাইয়ের বড় ভাই তোফাজ্জল মোল্লা সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)। তার মৃত্যুতে পরিবারের সকলে শোকাহত দোয়া করি আল্লাহ যেনো এই শোক সইবার তৌফিক দান করেন। বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা রইলো।

 

উল্লেখ্য, তোফাজ্জল মোল্লা মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে যান। আগামীকাল সকাল ১১ টায় মোল্লাবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় তার জানাযা নামাজ সম্পূর্ণ করা হবে।

 

Leave a Reply

Back to top button