আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেটের উদ্যোগে গরিবদুঃখী ও মসজিদ মাদ্রাসায় নগদ অর্থ প্রদান
আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেটের উদ্যোগে গরিবদুঃখী ও মসজিদ মাদ্রাসায় নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ খানপুরে আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৭টি মসজিদ ও ৩টি মাদ্রাসাসহ গরীব দুঃস্থদের মাঝে নগদ আর্থিক অনুদান এবং নাত-ক্বেরাত এ বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল চার ঘটিকার সময় খানপুর এলাকায় অবস্থিত খেলার মাঠে এ নগদ আর্থিক অনুদান ও নাত-ক্বেরাত এ বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এসময় আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেট এর সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির পোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেট এর সভাপতি মো. জাহিদ হামান সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেট এর সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান আহম্মেদ, সহসাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, সদস্য মাসুদুর রহমান, মো. শহীদ হোসেন স্বপন, মো. আব্দুর রাজ্জাক, হাজী জাহিদ হোসেন, মো. রহমত উল্লাহ খান ও মো. মাহবুব হোসেন ও ম্যানেজার জুয়েল আহমেদসহ অন্যান্যরা।