সারাদেশ

বিএনপিকে রাজনীতিক দল মনে করি না : শামীম ওসমান

‘বিএনপিকে রাজনীতিক দল মনে করি না’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেন, জামাত ১৯৭১ সালে সময় আমাদের মা-বোনের সম্মান নিয়েছে এবং স্বাধীনতার যুদ্ধের বিরোধীতা করেছে। বিএনপি এবার জনগনের বিপরিতে দাড়িঁয়েছে। ২০১৩/১৪ সালে বিএনপি ৫০০ মানুষ পুড়িয়েছে, যানবাহন পুড়িয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়েছে; ওরা এখনো সংশোধন হয় নাই। বিএনপিকে একটা সন্ত্রাসী সংগঠন বলা যেতে পারে। অলরেডি কানাডিয়ান আদালতসহ বিভিন্ন জায়গায় বলা হয়েছে। আমার মনে হয়না এই সন্ত্রাসীদের ডাকে কেউ সারা দিবে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ফতুল্লায় নির্বাচনী প্রচারণা চলাকালিন সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বিভিন্ন বড় শক্তি হয়তো চাচ্ছে, বাংলাদেশটাকে অন্য কোনো খাতে নিয়ে যেতে। তারা ভেবেছিল তাদের কেউ ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। সেটা যেহেতু হয় নাই, ওরা নির্বাচনও ঠেকাতে পারবে না। সারা দেশে আনন্দঘন পরিবেশে মানুষ ভোট দেবে।

এসময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, এমপি শামীম ওসমানের ব্যাক্তিগত সহকারি হাফিজুর রহমান মান্নাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Back to top button