সারাদেশ

নারায়ণগঞ্জে পেশাদার চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ড্রাইভিং লাইসেন্স প্রদান, ডাটাবেজ তৈরি এবং বিশেষ পোশাক বিতরণ করা হয়েছে গাড়ি চালকদের। ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় তাদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও বিআরটিএ।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদের ডাকবাংলো সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, গাড়ি চালকদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। একটি উপযুক্ত প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে একজন চালক সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে চালকরা ট্রাফিক আইন ও বিধি-নিষেধ সম্পর্কে জানতে পারে, যা তাদের আরও দায়িত্বশীল করে তোলে। 

পেশাদার গাড়ি চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন বিআরটিএ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান। 

Leave a Reply

Back to top button