সারাদেশ

ফতুল্লায় ছাত্র-জনতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা আখিল উদ্দিন শিকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান একই মামলার আরেক আসামি ইউপি সদস্য মহিউদ্দিন ভূঁইয়া।

আখিল উদ্দিন শিকদার মধ্যনগর এলাকার মৃত মুনসুর আলী শিকদারের ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আখিল উদ্দিনকে পুলিশের একটি টিম গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে, তা যাচাই করা হচ্ছে।  

 

 

Back to top button