সারাদেশ

‘সমাবেশে বাঁধা আসলে প্রতিরোধ করার ক্ষমতা আছে’

নারায়ণগঞ্জ কৃষকদল নেতার সাক্ষাৎকার

নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ আগামী ২৭ সেপ্টেম্বর। দীর্ঘদিন পর নারায়ণগঞ্জে বিএনপি নেতা-কর্মীরা এই সমাবেশকে ঘিরে চাঙা হয়ে উঠেছেন। সমাবেশের প্রস্তুতিসহ নানা বিষয়ে সময় সকাল কথা বলেছে জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কায়সার রিফাতের সঙ্গে।

সময় সকাল: নারায়ণগঞ্জে সমাবেশ ২৭ সেপ্টেম্বর। সমাবেশ সফল করার জন্য আপনাদের প্রস্তুতি কেমন? 

কায়সার রিফাত: আমাদের প্রস্তুতি ভালো। কৃষকদলের পক্ষ থেকে ৩ হাজার লোকের সমাগম আমরা করবো। আমরা তিন হাজার ক্যাপ করতে দিয়েছি। সকল ইউনিটের সাথে আমাদের প্রস্তুতি সভা হয়েছে। তারাও বলেছে ব্যাপক লোকসমাগম করবে।

সময় সকাল: এ সমাবেশের উদ্দেশ্য কী?

কায়সার রিফাত: শেখ হাসিনা পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে পাঠানো সুচিকিৎসা, তার মুক্তির দাবি, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ সমাবেশ।

সময় সকাল: সমাবেশে বাঁধা আসার আশঙ্কা আছে কিনা?

কায়সার রিফাত: আমাদের কানে এখনো তেমন খবর আসে নি। যদি বাঁধা আসে সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের আছে।

সময় সকাল: সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার বার্তা কী?

কায়সার রিফাত: সরকার একটা আর্ন্তজাতিক চাপের মধ্যে আছে। বাহিরে থেকে খবর আসছে তারাও একটা সুষ্ঠু নির্বাচন চায়। আমি বলবো বিএনপি নেতারা যদি ঐক্যবদ্ধ থাকে নারায়ণগঞ্জে ভালো সুফল আনতে পারবো।

Back to top button