সারাদেশ

জমকালো আয়োজনে পর্দা উঠল আবুল হাসনাত এসপিএলের

‘খেলা ধরো, মাদক ছাড়ো’ এ স্লোগান কে সামনে রেখে সোনারগাঁয়ে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হলো বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত এসপিএল টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত এসপিএল টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ রনির সার্বিক পরিচালনায় উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এ টুনামের্ন্টের শুভ উদ্ধোধন করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ক্রীড়া ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত এসপিএল টি- টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি একরামুল হাসান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। 

এসময় কায়সার হাসনাত বলেন, সোনারগাঁয়ে খেলাধূলাকে নিয়ে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলেছি মাদকের বিরুদ্ধে। মাদক নির্মূল করার জন্য খেলাধূলা, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে আমাদের নজর রয়েছে এবং আমরা কাজ করছি। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু,  আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সদস্য সানজিদ হাসনাত, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। 

সোনারগাঁও পৌরসভা সুপার এলিভেন বনাম মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স এর মধ্যে প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় মোগরাপাড়া ইয়াং ব্রাদার্স দল ২০ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। জবাবে সোনারগাঁও পৌরসভা সুপার এলিভেন ৩ ইউকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে জয় লাভ করেন।এ টুর্নামেন্টে ১১টি দল অংশ নিয়েছেন। 

Back to top button