শিক্ষা

দেলপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক পরীক্ষা’র ফলাফল প্রকাশ

দেলপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক পরীক্ষা'র ফলাফল প্রকাশ

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে অবস্থিত স্বনামধন্য দেলপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক পরীক্ষা’র ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে দেলপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মেলন কক্ষে শ্রেণি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে এ ফলাফল প্রকাশ করা হয়। এসময় বার্ষিক পরীক্ষার ফলাফলে সকলেই সন্তুষ্ট হয়েছেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে দেলপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ একেএম ছাইফুল্লাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, আলহাজ্ব আউলাদ হোসেন চৌধুরী, মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মো. হাবিবুর রহমান,শিক্ষক মো. সোলাইমান সহ মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকগণ।

Back to top button