সারাদেশ

রূপগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

রূপগঞ্জে অজ্ঞাত ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা রহিমারটেক গোপ্টা এলাকার একটি মাছ চাষের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসীর ভাষ্য, প্রায়ই ওই বৃদ্ধকে বটেরচারা এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। সকালে তাঁর লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে তার নাম পরিচয় কারো জানা ছিল না।

ভুলতা ফাঁড়ির এসআই নিরঞ্জন কুমার দাস বলেন, খবর পেয়ে আমরা পুকুর থেকে লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তাঁর পরিচয় শনাক্ত হয়নি।

 

Back to top button