অপরাধসারাদেশ

স্মারক লিপি জমা দিতে প্রেসক্লাবে গেলে স্মারক লিপি প্রদানকারীদের উপর হামলা করে দিপু-জীবন বাহিনী 

স্মারক লিপি জমা দিতে প্রেসক্লাবে গেলে স্মারক লিপি প্রদানকারীদের উপর হামলা করে দিপু-জীবন বাহিনী 

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) বৈষম্য বিরোধী আন্দোলনের  কয়েকজন সক্রিয় সাংবাদিক গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকরা যোগ্যতার ভিত্তিতে সদস্য পদের জন্য স্মারক লিপি প্রদান করতে গেলে হত্যার উদ্দেশ্যে স্মারক লিপি প্রদানকারীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বাহিনী।

 

উল্লেখ্য, নারায়ণগঞ্জ প্রেসক্লাবে দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের দোসর কথিত সাংবাদিক মহল বৈষম্য সৃষ্টি করে কুক্ষিগত করে রেখেছেন । যা প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের স্থানীয় সাংবাদিক’দের মাঝে ক্ষোভের উদ্বেগ অনেক দিনের। এরই বহিঃপ্রকাশ ঘটেছে গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে। ঘটনা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ মেইল ডট কম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মামুদ রানা রনি সহ আরো ৬ জন স্থানীয় স্বনামধন্য সংবাদ মাধ্যমের সাংবাদিক বৃন্দ তাদের যোগ্যতার ভিত্তিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্য পদ প্রাপ্তির জন্য স্মারক লিপি প্রদান করতে গেলে ক্লাবের গেট ও লিফট বন্ধ করে দেয় এবং পূর্ব থেকে প্রস্তুতি নেয়া আওয়ামী লীগের দোসর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন,দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক আবু মাউদ মামুদ,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, মাছ রাঙ্গা টেলিভিশনের সাংবাদিক জুয়েল,বিটিভি তে চাকুরীচ্যুত মাহফুজ,আহসান সাদিক শাওন সহ অজ্ঞাত ১০/১২ জন হত্যার উদ্দেশ্যে স্মারক লিপি প্রদানকারীদের উপর হামলা চালায়। এসময় বিল্লাল হোসেন রবিন তার হাতে থাকা অবৈধ বিদেশী শক দেওয়ার অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে বৈদ্যুতিক শক দিলে ঘটনাস্থলে সাংবাদিক রনির সাথে থাকা অন্যান্য সাংবাদিক বেহুশ হয়ে পড়ে যান। এর পর আসামী আবু সাউদ মাসুদ ও তার সহযোগীরা সাংবাদিক রনিকে ধারালো অস্ত্র  দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় সাংবাদিক মাসুদ রানা রনি সহ কয়েকজন গণমাধ্যম কর্মী রক্তাক্ত এবং আহত হয়। রনির সাথে থাকা অন্যান্য সাংবাদিকদেরও পিটিয়ে নিলাফোলা জখম ও লাঞ্ছিত করে। পরবর্তীতে অন্যান্য সাংবাদিক দের সহায়তায় আহত মাসুদ রানা রনিকে হাসপাতালে নিয়া যাওয়ার জন্য প্রেস ক্লাব হতে বের হওয়ার সময় আসামীরা বলে তোদের দেখে নিবো মর্মে হুমকি প্রদান করে।

বর্তমানে সাংবাদিক মাসুদ রানা রনি নারায়ণগঞ্জ মেডিস্টার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনা পরবর্তীতে ৩০ অক্টোবর (বুধবার) নারায়ণগঞ্জ মডেল থানায় ৬ জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

 

Back to top button