
স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা চেষ্টা মামলার আসামি ওসমান গণি (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওসমান গণি সানারপাড় এলাকার মৃত আব্দুল আলীর ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সোনারগাঁ থানার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হত্যা চেষ্টার মামলায় ওসমান গণি অভিযুক্ত। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগে কোনো পদ না থাকলেও তিনি একজন সক্রিয় কর্মী হিসেবে মিছিল-মিটিংয়ে অংশ নিতেন। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও সাবেক নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজালাল বাদলের অন্যতম সহযোগী ছিলেন। এছাড়া, আওয়ামী লীগ নেতা বাদল, শাহ নিজাম ও মহিউদ্দিন মোল্লার ঘনিষ্ঠ সহচর হিসেবেও পরিচিত ছিলেন ওসমান গণি।
বিগত সরকারের আমলে বাদল ও মহিউদ্দিন মোল্লার হয়ে ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভূমিদস্যুতার কার্যক্রম চালিয়েছেন ওসমান গণি। তার বিরুদ্ধে এলাকায় জমি দখল ও ভূমিদস্যুতার অসংখ্য অভিযোগ রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।