অপরাধ

ট্যাক্স কর্মকর্তা মারুফ’কে গ্রেফতারের দাবীতে ঝাড়ু মিছিল করেছে কুতুবআইল এলাকাবাসী 

ট্যাক্স কর্মকর্তা মারুফ'কে গ্রেফতারের দাবীতে ঝাড়ু মিছিল করেছে কুতুবআইল এলাকাবাসী 

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন ফতুল্লা ইউনিয়নের কুতুবআইল এলাকার বাসিন্দা সরকারী চাকুরিজীবি মাদকাসক্ত ইনকাম ট্যাক্স কর্মকতা মারুফ হাসানের গ্রেফতারের দাবীতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।

 

রবিবার (১৬ মার্চ) দুপুরে কুতুবআইল, কাঠেরপুল, রামারবাগ ও কোতালেরবাগ এলাকার সামাজিক সংগঠন ও সাধারণ মানুষেরা এ ঝাড়ু মিছিল করতে করতে ডিসি অফিসের সামনে এসে শেষ করে। পরবর্তীতে সরকারী চাকুরিজীবি মাদকাসক্ত ইনকাম ট্যাক্স কর্মকতা মারুফ হাসানের গ্রেফতারের দাবীতে ডিসি বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন।

 

অভিযোগ সুত্রে জানা যায়, বৈষম্য বিরােধী ছাত্র আন্দোলনে ৫ই আগস্টে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর আওয়ামীপন্থী শীর্ষ পর্যায়ের নেতারাও আত্মগোপনে চলে যায়। সেই সরকারের দোসররা পালিয়ে গেলেও কুতুবআইল, কাঠেরপুল, রামারবাগ ও কোতালেরবাগ এলাকায় রয়েগেছে ফ্যাসিষ্ট সরকারের দোসররা। আওয়ামীপন্থী সকল অপরাধীদের সু-সংগঠ্রিত করে উল্লেখিত এলাকায় মাদক, ব্যসা, চাঁদাবাজী, জুট সন্ত্রাসী ও ছিনতাই সহ ত্রাসের রামরাজত্ব কায়েম করে আসছে সরকারী চাকুরিজীবি মাদকাসক্ত ইনকাম ট্যাক্স কর্মকতা মারুফ হাসান। জেলা কারাগারে আটক ফতুল্লা শিল্প অঞ্চলের শীর্ষ যুবলীগ ক্যাডার ও বৈষম্য বিরােধী একাধিক হত্যা মামলার আসামী আজমত আলী ও আরেক যুবলীগ ক্যাডার আক্তার-সুমনের অনুসারীদের সাথে নিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে গিয়ে মালিক ও কর্মকতাদের ভয়-ভীতি দেখিয়ে নামে মাত্র দাম দিয়ে জুট ছিনিয়ে নিয়ে যায়। এলাকার অলিতে গলিতে উঠতি বয়সী কিশাের ও তরুণদের ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে  তার এই সকল সমাজ বিরােধী অপরাধের বিরুদ্ধে  এলাকাবাসী একত্রিত হয়ে ঝাড়ু মিছিল করে একইসাথে ইনকাম ট্যাক্স কর্মকতা মারুফ হাসানের আস্তানায় অভিযান চালিয়ে ফেনসিডিলের খালি বােতল ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। তাই এলাকাবাসী অনতিবিলম্বে ইনকাম ট্যাক্স কর্মকতা মারুফ হাসানের গ্রেফতার দাবি জানিয়েছেন। তাকে গ্রেফতার করে সাধারণ মানুষদের আইনের প্রতি আত্মবিশ্বাস বাড়ানোর আহ্বান জানান।

Leave a Reply

Back to top button