অপরাধআইন-আদালতসারাদেশ

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে ভুয়া ডাক্তার গ্রেফতার!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় নিমাইকাশারী বাজার সংলগ্ন “দাউদকান্দি ফার্মেসী” হতে রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় ভুয়া ডাক্তার গোপাল মন্ডল (৩১)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (২ ফেব্রুয়ারী) রাতে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বুধবার বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে তার নাম (ডা. গোপাল মন্ডল) সম্বলিত সীলসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার গোপাল মন্ডল পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানাধীন চাঁদকাঠি এলাকার গৌরন্দ লাল মন্ডলের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ তার নামে চিকিৎসা সীল এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী ব্যবহার করে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে প্রতারণমূলক ভাবে টাকা গ্রহণ করে। সে রোগীদের সাথে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

র‌্যাব আরো জানায়, ভুয়া ডাক্তারদের দৌরাত্ম বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Back to top button
%d bloggers like this: