অপরাধসারাদেশ

সাংবাদিক’কে লাঞ্চিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সম্পাদক ইকবাল’কে বহিস্কার 

সাংবাদিক'কে লাঞ্চিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সম্পাদক ইকবাল'কে বহিস্কার 

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) সাংবাদিক’কে লাঞ্চিত করার অভিযোগে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন-কে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

উল্লেখ্য, মোহাম্মদ ইকবাল হোসেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের কর্মী হিসাবে পরিচিত। এর আগেও ইকবালের নামে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে বহু অভিযোগ জামা হয়েছিলো কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে বেঁচে গেলেও এবার আর রেহাই পায়নি।

 

পাঠকদের জন্য প্রেস বিজ্ঞপ্তিতর হুবহু কপি তুলে ধরা হলো, প্রেস বিজ্ঞপ্তি-দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ ১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার সাংবাদিক মিনহাজ আমান নামে আন্তর্জাতিক গণমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্যে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন-কে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। (এ্যাডভোকেট রুহুল কবির রিজভী) সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

Leave a Reply

Back to top button