স্টাফ রিপোর্টার(Somoysokal) মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডলকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিজ্ঞ বিচারক মো. আমিনুল হক এ রায় প্রদান করেন। সেই সাথে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয় রায়ে।
রায় ঘোষণার সময়ে আসামি হিরু আলম ওরফে হিরু মন্ডল আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। হিরু আলম ওরফে হিরু মন্ডল গাইবান্ধার মো. আ. রশিদ মন্ডলের ছেলে। হিরু আলম সিদ্ধিরগঞ্জের সানাপাড় এলাকায় ভাড়া থাকতেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট নজরুল ইসলাম মাসুম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২২ সালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে ৪ হাজার ৫১ পিস ইয়াবাসহ র্যাবের কাছে আটক হন হিরু আলম। এঘটনায় দায়েরকৃত মাদক মামলার রায় ঘোষণা হয়েছে আজ। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।