আইন-আদালতসারাদেশ

বৈষম্য বিরোধী মামলার আসামি মোরশেদ আলম’কে পুলিশ হাতে তুলে দিলো এলাকাবাসী 

বৈষম্য বিরোধী মামলার আসামি মোরশেদ আলম'কে পুলিশ হাতে তুলে দিলো এলাকাবাসী 

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার মামলার অন্যতম আসামি মোরশেদ আলম’কে মামলার বাদি ও এলাকাবাসী মিলে ধরে পুলিশ হাতে তুলে দিয়েছেন।

 

রবিবার (৮ ডিসেম্বর) বিকালে ফতুল্লা থানার আওতাধীন ফতুল্লা ইউনিয়নের দক্ষিণ কায়েমপুর এলাকায় আসামি’কে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

 

এলাকাবাসীর সুত্রে জানা যায়, ফতুল্লা ইউনিয়নের দক্ষিণ কায়েমপুর এলাকায় বাসিন্দা মৃত মোহাম্মদ আলী’র ছেলে মোরশেদ আলম।

 

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং ১৮(১০)২৪ এর এজাহার নামীয় ৪৭ নং আসামী মোরশেদ আলম, পিতা- মৃত মোহাম্মদ আলীকে এলাকাবাসী ও বাদীপক্ষ ধৃত করে পুলিশ সুপার কার্যালয়ে সোপর্দ করে। একই মামলার প্রধান আসামি শেখ হাসিনা, তাছাড়া ওবায়দুল কাদের ও শামীম ওসমান সহ মোট ১০৭ জন আসামী

Leave a Reply

Back to top button