এড. মাহবুবুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ সেলিম ওসমান !
স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. মাহাবুবুর রহমানের পঞ্চমুখ প্রসংশা করে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বলেন, এড. মাহবুবুর রহমানের মতো কর্মঠ মানুষ আমি কখনো দেখেননি।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে চেম্বার অব কর্মাস ভবনে নব-নির্বাচিত জেলা আইনজীবী সমিতির সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সেলিম ওসমান বলেন, আমার কাছে ভালো লেগেছে, সে যেকোনো মানুষের জন্য কাজ করেছে। এমনকি আমার জন্য সে একটা কাজ করেছে। আমার জন্য কাজ করা মানে আমার জন্য না নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য সে একটা কাজ করেছে। যদিও কি কাজটি করেছে সেটি প্রকাশ করেননি সাংসদ সেলিম ওসমান।
এসময় উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মনিরুজ্জামান বুলবুল, জিপি মেরিনা বেগম, বারের সভাপতি অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল, সাবেক সভাপতি এডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক রবিউল আলম রনি, সাবেক পিপি অ্যাড. ওয়াজেদ আলী খোকন মিয়াসহ বারের নির্বাচিত সদস্য ও বিজ্ঞ সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা।