সারাদেশ

‘গ্রেপ্তার এড়িয়ে কৌশলে নেতাকর্মীদের সমাবেশে আসার আহ্বান খোকনের’

নারায়ণগঞ্জ বিএনপি নেতার সাক্ষাৎকার

নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ আগামী ২৭ সেপ্টেম্বর। দীর্ঘদিন পর নারায়ণগঞ্জে বিএনপি নেতা-কর্মীরা এই সমাবেশকে ঘিরে চাঙা হয়ে উঠেছেন। সমাবেশের প্রস্তুতিসহ নানা বিষয়ে সময় সকাল কথা বলেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঙ্গে।

সময় সকাল: নারায়ণগঞ্জে সমাবেশ ২৭ সেপ্টেম্বর। সমাবেশ সফল করার জন্য আপনাদের প্রস্তুতি কেমন?

খোকন: আমাদের প্রস্তুতি ব্যাপক প্রস্তুতি। সব থানা থেকে আমাদের ব্যাপক লোক আসবে।

সময় সকাল: কেমন লোক হতে পারে। সমাবেশ অতীতের রেকর্ড ভাঙবে কিনা?

খোকন: আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে লোকসমাগম ভালো হয়। ২০% লোক এমনি বেড়ে যায়। আমার মনে হয় কালকের সমাবেশে ৫০% লোক বেড়ে যাবে। যেকোনো সমাবেশের থেকে কালকের সমাবেশ দ্বিগুন হবে।

সময় সকাল: এ জনসমাবেশের উদ্দেশ্য কী?

খোকন: এক দফা বাস্তবায়ন, স্বৈরাচারী শেখ হাসিনার পতন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সুষ্ঠু ভোট প্রদানের দাবিতে এ সমাবেশ।

সময় সকাল: সমাবেশে বাঁধা আসার আশঙ্কা আছে কিনা?

খোকন: গতকাল আমাদের রূপগঞ্জ থেকে তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। তার দুদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা। এগুলোই তো বাঁধা। পুলিশের ভয়ে কয়েকদিন ধরে নেতাকমীরা বাসায় ঘুমাইতে পারছে না।

সময় সকাল: বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা?

খোকন: আমরা ১১টি সংগঠনের সাথে মিটিং করেছি। আমরা নির্দেশনা দিয়েছি, কেন্দ্র থেকেও তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি তাদেরকে বলবো কৌশলে গ্রেপ্তার এড়িয়ে যাতে সমাবেশে আসে। শৃঙ্খলাভাবে সমাবেশে আসে এবং সমাবেশ যেনো সফল করে এ আহ্বান রাখবো।

Back to top button