আইন-আদালত

ফতুল্লা থানার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছে বিএনপির নেতাকর্মীরা

ফতুল্লা থানার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছে বিএনপির নেতাকর্মীরা

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) গত (১ অক্টোবর) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিলে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ৩৯ জন বিএনপি নেতার নামে ফতুল্লা থানায় দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে হাইকোর্টে উপস্থিত হয়ে এ জামিন নেন নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ্।

উল্লেখ্য, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি হাজী শহিদুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সদস্য রোজেল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পিয়াস খন্দকার, ইউনিয়ন বিএনপির সদস্য মজিবুর রহমান শিকদার সহ প্রায় সকলেই হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছেন।

Back to top button