আইন-আদালতরাজনীতি

তদন্তের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা সাবেক মেয়র আইভী’র

তদন্তের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা সাবেক মেয়র আইভী'র

স্টাফ রিপোর্টার ( Somoysokal) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টানা তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে তদন্তের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গত ৬ নভেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এই আদেশ দেন।

 

বুধবার বিষয়টি নিশ্চিত করেন দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন। এর আগে ৩ নভেম্বর আইভীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

ওই আবেদনে বলা হয়েছে, আইভীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

 

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে বিএনপি জোট সরকারের আমলে প্রথম নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে শামীম ওসমানকে লক্ষাধিক ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন তিনি।

সৎ ও প্রতিবাদী কণ্ঠস্বর এই সাবেক জনপ্রতিনিধি দেশব্যাপী বেশ জনপ্রিয়তা অর্জন করেন।

তবে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯ আগস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর মতো টানা তিনবার নির্বাচিত সিটি মেয়র আইভীকেও অপসারণ করে অন্তর্বর্তী সরকার।

 

পরে গত ১২ সেপ্টেম্বর আইভীর বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে তদন্ত শুরু করার কথা জানায় দুদক।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে হত্যাসহ কয়েকটি মামলায় তাকে আসামিও করা হয়। তার ভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলকে কয়েকটি মামলায় আসামি করা হয়েছে। হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁর ভগ্নীপতি জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে।

Back to top button