স্টাফ রিপোর্টার (Somoysokal) চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সকল আইনজীবীদের নিয়ে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিল শেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আইনজীবীরা বক্তব্য রাখেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. জাকির হোসেন ও আইনজীবী সমিতির সকল নেতাকর্মীরা।
এসময় আইনজীবীরা তাদের বক্তব্যে বলেন,
বাংলাদেশের উপর সম্রাজ্যবাদী শকুনের প্রখর দৃষ্টি পড়েছে। আজ বাংলাদেশে বিভিন্ন ইস্যু তৈরী করে অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা চলছে। এই চিন্ময় একজন উগ্রবাদী। তিনি হিন্দু ধর্মের কোন প্রতিনিধিত্ম করেন না। বাংলাদেশের পতাকা নিচে রেখে ইসকনের পতাকা উপরে টাঙানো হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশের বিচারবিভাগ স্বাধীন। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই মামলায় জামিনের আবেদন করায় তা মঞ্জুর হয়নি। রাষ্ট্র পক্ষের শুনানি করার কারণে সাইফুল ইসলাম আলিফকে জবাই করে নৃসংশভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই এবং এই হত্যা কাণ্ডের সাথে যারা জড়িত তাদের কলকে আইনের আওতায় আনা হোক।