সারাদেশ

বিএনপির সব পদ থেকে সিদ্বিরগঞ্জের দুই নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১০ আগষ্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টি এইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদাবাজির অভিযোগে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড এলাকার বাসা থেকে এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের আজিবপুর এলাকা থেকে টি এইচ তোফাকে বাসা থেকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জেলা ম্যাজিস্ট্রেট তাদেরকে ৩০ দিনের আটকাদেশে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

Back to top button