সারাদেশ

৫৩ বছর পরও মানুষ প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ইতিপূর্বে যে রাজনীতি ছিলো সেটা ছিলো ভয়ের। রাজনীতিবীদদের মানুষ ভয় পেতো, তাদের কাছে কেউ যেতে চাইতো না। গত ১৫ বছর রাজনীতিবীদরা সেই চর্চা করেছে। তাদেরকে জিম্মি করে রাখতো রাজনীতিবীদরা। আর এখন মানুষ ভয় থেকে বেরিয়ে এসেছে, প্রাণ ভরে নিশ্বাস নিচ্ছে এবং রাজনীতি নিয়ে কথা বলতে পারছে। আমরা  জননেতা তারেক রহমানের নির্দেশনায় সেই রাজনীতি বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাস্তা বন্ধ করে র‌্যালী পালন করি নাই। আমরা বৃক্ষরোপন, ফ্রি ম্যাডিকেল ক্যাম্প ও বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে আমরা এই দিনটি উদযাপন করছি। আমরা এইভাবে রাজনীতিকে মানুষের দৌড়গড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে এখানে অনেকে এসেছে স্বেচ্ছায় রক্ত দিতে। আমরা আজকে অনেকের মাঝে এখানে ব্যাপক উৎসাহ লক্ষ্য করলাম। আমরা এ রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। 

অন্যান্য ওয়ার্ডে এ কর্মসূচি চলমান থাকবে উল্লেখ করে তিনি বলেন, এরকম কর্মসূচি হলে আমরা আগামী দিনে জনগণের কাছে ভোট চাইতে পারবো। স্বাধীনতার ৫৩ বছর হলেও মানুষ এখনো প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিবে যে সে গ্যারান্টিও নাই। তারেক রহমান ৩১ দফায় বলেছেন, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে লন্ডনের এনএসইউ-এর আদলে দেশের প্রতিটি পরিবারকে একটি করে স্বাস্থ্যসেবা কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে মানুষ সরকারি-বেসরকারি যেকোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবে। বিশেষ করে নারীদের চিকিৎসা সেবায় অগ্রাধিকার দেওয়া হবে।

Back to top button