সারাদেশ
২২৪ পূজা মণ্ডপে জেলা পরিষদের আর্থিক অনুদান

নারায়ণগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে ২২৪টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিটি মণ্ডপে ১০ হাজার টাকা করে এ অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাবেক সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় কুমার রায় ও সদস্য সচিব কার্তিক ঘোষসহ জেলার ২২৪টি পূজা মণ্ডপের প্রতিনিধিরা।