সারাদেশ

সোনারগাঁয়ে ১১ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মান্নান

‘আমরা বাংলাদেশী নাগরিক, কোনো সংখ্যালঘু নাই’

সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দশমীতে বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নের ১১টি পুজা মন্ডপ পরিদর্শন করেন আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।

পরিদর্শনকালে আজহারুল ইসলাম মান্নান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে প্রতিটি মণ্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শেষ দিনে নিরাপত্তার সার্বিক খোঁজখবর নেন।

এসময় মান্নান বলেন, সারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে সনাতন ভাই বোনদের নিয়ে ভারতের দিল্লি ও কলকাতায় বসে অনেক ষড়যন্ত্র শুরু করেছে। তারা দূর্গা উৎসবকে ধ্বংশ করতে চাচ্ছে। বিগত ১৬ বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো তখন দূর্গা উৎসবে অনেক কিছু হয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারতের ষড়যন্ত্র কোনোভাবে সফল হতে দিবে না। 

মান্নান আরও বলেন, ৫ আগষ্টের পর শুধু হিন্দুদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান না; আমরা প্রতিটি প্রতিষ্ঠান রক্ষা করার চেষ্টা করেছি। গতবার দূর্গাপূজায় সাড়ে তিনশ নেতাকর্মী আপনাদের পাশে ছিলো। 

তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশী। আপনারা কখনো নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। সংখ্যালঘু ভরতে কিছুই নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ এইদেশে সব ধর্মের লোক বসবাস করবে। আমাদের যা অধিকার আছে, আপনাদেরও তা অধিকার আছে। 

এইসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি তাইজুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, সোনারগাঁও উপজেলা বিএনপির ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মোস্তাফিজুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, সোনারগাঁও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহাম্মেদ, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও পৌর শ্রমিক দলের আহবায়ক আবুল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী, সোনারগাঁও উপজেলা উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, বারদী ইউনিয়ন বিএনপি নেতা নাছির মেম্বার, হালিম মেম্বার, মতিন বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা আমিনুল, খায়রুল, রতন,মাহফুজ সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button